Kerala Flood Fund Raising Campaign |
Monday 3 September 2018
Kerala Flood Fundraising Event at Santoshpur
Saturday 1 September 2018
নূতন ছদ্মবেশে
নূতন ছদ্মবেশে
বুকের ওদিক শূন্য থেকে যায়
স্তব্ধ আজ শব্দভেদী বান
জোছনা রাতের নীল আলোতে
কোন দুঃখেতে সুখের আলোয়ান।
তুমি বরং জোছনা নিয়ে খেলো
আমি চলি দিঘীর কিনারায়
গফুর মিঞার ছিপ নৌকা খানি
মাঝদরিয়ায় ঐযে দেখা যায় ।
দিঘীর 'পারে সুখের হাতছানি
এপারেতো শুধু শরীরখেলা
চাঁদমাখানি রাত সোহাগী বেলায়
আমরা কেউ নই যে একেলা।
বুকের এদিক শূন্য থেকে যায়
নতুনের নীল ঘ্রাণের রেশে
শব্দ সব শব হয়ে রবে
আমি চলবো নূতন ছদ্মবেশে।
...
সিদ্ধার্থ , বেহালা, ৩ সেপ্টেম্বর, ২০১৮
WL vs. PQWL Railway Reservation Funda
PNR Status Prediction RailYatri |
To conclude
Well my ticket has already shifted from PQWL to WL, so hopefully, it will be confirmed very shortly.
Sunday 12 August 2018
পরিচয় পত্র
পরিচয় পত্র
তোমার কি নাম? কী পরিচয়?
তোমার উৎস নিয়ে যত সংশয়।
দেখেছ কী ডট কমে আছে কিনা নাম?
নয়তো জুটবে অহেতুক বদনাম।
কেযে ছিলে এদেশী, কে বা ভিনদেশী
এতকাল বেশ তো ছিলাম সহবাসী।
ঝাড়া-বাছার জাঁতাকলে, বিব্রত বিচার
মানবতার মুলসুরে পড়ছে কুঠার।
বিনিদ্র রাত যাপন, ধূসর ভাবনা
কী হবে আগামীতে? জীবিকা - পড়াশোনা।
ভাষা হক একটি, এক জাতি - প্রাণ।
মানুষের ভাষা, মানবের জয়গান।
..................
সিদ্ধার্থ - বেহালা, ১২ অগাস্ট, ২০১৮
(প্রসঙ্গ - আসাম)
Sunday 5 August 2018
পূরীতে একটি দিন
পূরীতে
হটাৎ মনটা ছটফট করল। রাত তখন প্রায় আটটা। বাবুঘাটে বসে আছি। কদিন আগেই উল্টোরথ গেছে। এবার যেতে পারলাম না। বাড়ি ফিরেই টিকিট করলাম। সকালের ট্রেন। বিকেল নাগাদ পুরী। আমার পূর্ব পরিচিত কালু পাণ্ডা কে ডাকলাম। সে এলো। মন্দিরে প্রবেশ করলুম। পূজা হল। মন্দিরে মহাপ্রসাদ পেলাম। সমুদ্র দেবতার দর্শন হল। তবে স্নানের সুযোগ হল না কারণ তখন সন্ধ্যা হয়ে গেছে। ইতিমধ্যে ডাক এসেছে কাজের। রাতেই ঘরে ফেরার কথা ছিল। কিন্তু টিকিট রইল অব্যবহৃত। ছুটে চললাম নতুনের খোঁজে। জয় জগন্নাথ।
রথ |
পুরী মন্দির |
কালু পাণ্ডা |
সমুদ্র - বঙ্গোপসাগর |
সিদ্ধার্থ |
সন্ধ্যায় সমুদ্র দর্শন |
MySQL [Solved] Start / Stop MySQL Server from Command Line MacOS High Sierra
Start MySQL on Mac OS High Sierra
1. To start MySQL from Command Line:
Ss-MacBook-Air:~ sid$ sudo launchctl load -F /Library/LaunchDaemons/com.oracle.oss.mysql.mysqld.plist
2. To stop MySQL from Command Line:
Ss-MacBook-Air:~ sid$ sudo launchctl unload -F /Library/LaunchDaemons/com.oracle.oss.mysql.mysqld.plist
3. Find MySQL Version
Ss-MacBook-Air:~ sid$ /usr/local/mysql/bin/mysql -v -u root -p
Friday 3 August 2018
Laravel :: [Solved] No application encryption key has been specified.
How to solve:
Fire the following commands in your TERMINAL
- Go to your laravel installation directory. For me it is:- cd ~/Sites/laravel-blog
- Fire the command : php artisan key:generate
Reply from terminal:-
Application key [base64:444kffjfjjjjjjj jasjdjfjjj ....] set successfully.
Learning Laravel [FAQ]
Question: How to know laravel version?
- Open your TERMINAL
- Go to laravel installation directory. For me, I fired cd ~/Sites/laravel-blog
- Now fire the command php artisan --version
- PHP Framework
- Requires PHP Version 7.2 (It worked for me. Version 7.1 had error.)
Soothing Laravel after first install |
Tutorials for Laravel Framework 5.6.29
- Laravel Ajax Tutorial - (Ext. Link)
- Laravel User Management Package (Ext. Link)
Wednesday 7 March 2018
শেষ বার্তা - Last Message
শেষ বার্তা
ম্যাসেজগুলি ডিলিট করিস
মনে কিছু করিস না।
অনেকটা পথ চলতে হবে
বাধা শতেক, থামিস না।
দূরের মানুষ কাছে আসে
ভালবাসার আলিঙ্গনে
কাছের মানুষ পর হয়ে যায়
মুহূর্তের অসাবধানে।
থাকবে না কেউ চিরতরে
বিধির বিধান এমনি
তবু তো পথ চলতে হবে
থামতে যে শিখিনি।
ফেসবুক ট্যুইটারে
উঠুক আবার তূফান ঝড়
ম্যাসেজগুলি ডিলিট করে
নতুন করে শুরু কর।
বিকাল ৩:২২ , ক্যামাক স্ট্রীট
Sunday 4 March 2018
বড় আপন করে চেয়েছিলাম তোকে
বড় আপন করে চেয়েছিলাম তোকে
ঘুম চোখে ভেবেছি তোর কথা
সাতসকালেই করেছি যে ফোন
দিতে নতুন দিনের বার্তা।
সকাল সকাল খুশি খুশি রব
দেখা হবে শেষ বিকেল বেলায়
কী যে এত পড়ল এসে কাজ
বিকেল শেষে সন্ধ্যা নেমে যায়।
রাত হতেই আবার প্রহর গোনা
আবার ওঠে মনের কোণে ঝড়
বড়ই আপন ভেবেছিলাম তোকে
ভাবিনি তুই ছিলি এত পর।
বড় আপন চোখে দেখেছিলাম তোকে
বুঝিনি যে করছি মহাভূল
আজ যখন জলভাসি চোখ
বুঝেছি আমার ডুবছে দুইকূল।
বড় আপন করে চেয়েছিলাম তোকে
হতেই পারে, সবই অবান্তর
আজও তবু এই বিশ্বাস রাখি
বুঝবি যেদিন, থাকবি নাকো পর।
৪ মার্চ, 2০১৮, বেহালা
Saturday 3 March 2018
আর কিছু নেই আমার দেবার মত
আর কিছু নেই আমার দেবার মত
যা ছিল সব দিয়েছি অবিরত
গানের খাতা, ইচ্ছাগুলি, সবুজ স্মৃতি
সব দিয়েছি, না নিয়ে ক্ষণ বিরতি।
তবু যখন ছাড়িয়ে নিলে হাতদুখানি
ফুরিয়ে যে যায় এই জীবনের শেষ পারানি
মুক্তি দাও হে, এবার আমি মুক্তি চাই
নতূন কোন ক্যানভাসে রং ছড়াই।
৩ মার্চ, ২০০৮, বেহালা
Thursday 1 March 2018
Happy Holi
Some of the groups voluntarily succumbed to our Color India mission for the day, a few pretended to object against our motion for the day. But each incident of colouring and counter-colouring eventually produces magnificent memories!
Few glimpses:
Happy Holi 2018 |
Happy Holi 2018 |
And no need to mention that the master-player of this big event is Saheb! Happy Holi!
Saturday 24 February 2018
আনন্দ ভৈরব
দেখেছি আমি মনের কোনে
রং ফাগুনের আহ্বানে
হাওয়ায় ভাসে সানাই সুর
কতদূর, আর কতদূর
দেখা হবে এই তো আবার
হোক কলরব
আনন্দ ভৈরব।
শূণ্য মন, উথাল পাতাল
বসন্তের বর্ণে মাতাল
শুষ্ক নদে বানভাসি
অচিন সুরে বাজবে বাঁশি
জাগবে জনপদ
আনন্দ ভৈরব।
- ২৭ ফেব্রুয়ারী, ২০১৮, বেহালা
শেষের প্রতীক্ষা
শপথ নিলাম
দেখবনা সূর্য আর
বরং বারবার, ছায়াঘন রাতে
তমাল- পিয়ালের ছায়ায়
চলবে আমার অনুসন্ধান!
শুনেছকি আমার না হয়ে ওঠার উপাখ্যান।
কেমন কালিমাখা গায়ে
কিছুটা ঘাম, ভালবাসার আঘ্রাণ
কেমন বিদায়ী বাতাসে
বসন্তের সুর যেন হারিয়ে যায়।
সব যে হারিয়ে যায়, সব।
তবু সব জেনেও, শুধু শব হয়ে
বেঁচে থাকা
বেঁচে থাকতে হয়
শেষের প্রতীক্ষায়।
Sunday 18 February 2018
Jyan Mancha :: Kobitar Asore
Wonderful evening at Jyan Mancha! Arka scores the music for the entire program which was tuned to perfection in respect of Melody, Dramatization and Mesmerising Recitation.
Arka played the role of lead guitarist to creat tge perfect Backgrpund as Raja Das's recitation touched the heart.
Nice work dude.
Sunday 11 February 2018
Science Exhibition at St. Teresa's, Our New Macbook & Few More Stories
Out from Facebook does not mean I'm out from the world. It is still rolling at its own gentle pace.
Nope! Its not gentle but rapid!
Hrishika had her great day at School, St. Teresa's Secondary School, on Science Exhibition. The picture is from their group of friends during that event. All of the kids had a aspiring lovable smile as I headed on to capture the snap, as if, I were an Ei-somoy photo journalist, and, the story would be featured on Page 3 the very next day.
God, give them believe. Never trigger an occasion that will earthquake their beliefs in positive things of life, beliefs on people around them, and most importantly self belief.
Also, I thought our New Macbook Air deserves a full post. Dear Mr. Jobes Sir, wherever you are now, be sure brand Apple is something amazing it will remain so for years to come.
Sorry no more now.
Just enjoy the picture.
Sunday 4 February 2018
নক্সীকাথা
একটা নষ্ট জীবন নিয়ে
কতদূর আর চলা যায়।
এতদূরে থাকো আজকাল
বিষণ্ণতার ভীষণ দায়।
শিকড়টানে প্রাণের স্বর
অস্ফুট অগোচর
এত নিজের হয়েও কেন
চিরতরে রইলে পর।
আমি বরং বন্দী হলাম
পড়ল বেড়ী চপল পায়।
নিভৃতে নিয়েছি শপথ
তোমার দায়, সে আমারও দায়।
মধ্যরাতে একলা কোকিল
কুহূতানে হাহাকার
নতূন ভোরে আশার আলো
নিত্য যে তার অভিসার।
সেই আশার চিকন আলো
নতূন ভোরে দূয়ার খোল
নক্সীকাথায় আঁকো আবার
সাজু-রূপাই রূপকথার।