Saturday 24 February 2018

আনন্দ ভৈরব

দেখেছি আমি মনের কোনে
রং ফাগুনের আহ্বানে
হাওয়ায় ভাসে সানাই সুর
কতদূর, আর কতদূর
দেখা হবে এই তো আবার
হোক কলরব
আনন্দ ভৈরব।

শূণ্য মন, উথাল পাতাল
বসন্তের বর্ণে মাতাল
শুষ্ক নদে বানভাসি
অচিন সুরে বাজবে বাঁশি
জাগবে জনপদ
আনন্দ ভৈরব।

- ২৭ ফেব্রুয়ারী, ২০১৮, বেহালা

শেষের প্রতীক্ষা

শপথ নিলাম
দেখবনা সূর্য আর
বরং বারবার, ছায়াঘন রাতে
তমাল- পিয়ালের ছায়ায়
চলবে  আমার অনুসন্ধান!
শুনেছকি আমার না হয়ে ওঠার উপাখ্যান।

কেমন কালিমাখা গায়ে
কিছুটা ঘাম, ভালবাসার আঘ্রাণ
কেমন  বিদায়ী বাতাসে
বসন্তের সুর যেন হারিয়ে যায়।

সব যে হারিয়ে যায়, সব।
তবু সব জেনেও, শুধু শব হয়ে
বেঁচে থাকা
বেঁচে থাকতে হয়
শেষের প্রতীক্ষায়।

Sunday 18 February 2018

Jyan Mancha :: Kobitar Asore


Wonderful evening at Jyan Mancha! Arka scores the music for the entire program which was tuned to perfection in respect of Melody, Dramatization and Mesmerising Recitation.

Arka played the role of lead guitarist to creat tge perfect Backgrpund as Raja Das's recitation touched the heart.

Nice work dude.


Sunday 11 February 2018

Science Exhibition at St. Teresa's, Our New Macbook & Few More Stories

Out from Facebook does not mean I'm out from the world. It is still rolling at its own gentle pace.

Nope! Its not gentle but rapid!

Hrishika had her great day at School, St. Teresa's Secondary School, on Science Exhibition. The picture is from their group of friends during that event. All of the kids had a aspiring lovable smile as I headed on to capture the snap, as if, I were an Ei-somoy photo journalist, and, the story would be featured on Page 3 the very next day.

God, give them believe. Never trigger an occasion that will earthquake their beliefs in positive things of life, beliefs on people around them, and most importantly self belief.

Also, I thought our New Macbook Air deserves a full post. Dear Mr. Jobes Sir, wherever you are now, be sure brand Apple is something amazing it will remain so for years to come.

Sorry no more now.

Just enjoy the picture.

Sunday 4 February 2018

নক্সীকাথা


একটা নষ্ট জীবন নিয়ে
কতদূর আর চলা যায়।
এতদূরে থাকো আজকাল
বিষণ্ণতার ভীষণ দায়।

শিকড়টানে প্রাণের স্বর
অস্ফুট অগোচর
এত নিজের হয়েও কেন
চিরতরে রইলে পর।

আমি বরং বন্দী হলাম
পড়ল বেড়ী চপল পায়।
নিভৃতে নিয়েছি শপথ
তোমার দায়, সে আমারও দায়।

মধ্যরাতে একলা কোকিল
কুহূতানে হাহাকার
নতূন ভোরে আশার আলো
নিত্য যে তার অভিসার।

সেই আশার চিকন আলো
নতূন ভোরে দূয়ার খোল
নক্সীকাথায় আঁকো আবার
সাজু-রূপাই রূপকথার।