Tuesday 15 January 2019

এক অনামী শিক্ষকের স্বীকারোক্তি - Confession of an Anonymous Teacher

এক অনামী শিক্ষকের স্বীকারোক্তি

সিদ্ধার্থ ভট্টাচার্য

কথাগুলি তোদের বলা হয়নি সুজন
বহুবার ভেবেছি বলব,
মনঃস্থির করেছি, বলতে গেছি 
আবার ঢোক গিলেছি। 

বহুবার বিড়বিড় করেছি
অবশ্যই মনেমনে
পথ চলতি অচকিতে সম্বিত ফিরেছে
নিজের অস্ফুট শব্দ উচ্চারণে
মনে ভেবেছি একি বিপদ
শেষে, এই বয়সে, বাধল কী মাথার অসুখ ?

তবু স্মৃতির ঢেউ যেন
থেকে থেকেই অশান্ত করে আমার চেতনা।
প্রতিটি শিক্ষক দিবসে
ভেবেছি করজোড়ে সর্বসমক্ষে চাইব ক্ষমা। 

আবার ভেবেছি এসবই তো অতীত
এখন তো তোরা সবাই প্রতিষ্ঠিত।
যে এখন যেমন - ই থাক
জীবন তো চলছেই নিজের মতো।

কথাগুলি তোদের বলা হয়নি সুজন
বহুবার ভেবেছি বলব,
বলব যে, আজ অবধি তোদের না- হওয়া স্যার
শিক্ষক জীবনে শত-সহস্রবার তোদের ক্ষমা করলেও
অদ্যবধি ক্ষমা করতে পারেনি নিজেকে
অদ্যবধি কমেনি মনের ভার।

এতবছর পরেও তোদের না-পারার যন্ত্রণা
একদিনের জন্যও আমি ভুলতে পারিনা।
এতবছর পরেও যখন তোদের দেখি
মনে হয় এত আপন, এত প্রিয়জন
আর কেও হতে পারে নাকি!

মনে হয় হয়ত আর একটু যত্ন, আর একটু ভালবাসা দিলে
এগোতে পারতিস আর একধাপ, ভিড় ঠেলে।
এত বছর পরে একটা কথাই তোদের বলি
পারলে মার্জনা করিস,
ভুলে যাস ‘সেই’ দিনগুলি।

3 comments:

  1. Your thinking about your students of your teaching life makes me happy because you really think for them as a real teacher as if a father. Thank you... Jolly di

    ReplyDelete
  2. Don't mind Sidhu,I think you have no need to confess yourself because as a teacher you are alright. But a student always acquired his or her knowledge or education drpedep on his or her earnest willing and hard labour. It depends on the students. A teacher can help them...Joll J di

    ReplyDelete
  3. Thanks. Just a thought that literally haunts me, till date.

    ReplyDelete

Share your love! Share your train of thoughts! I feel great to read your responses!