Saturday 1 September 2018

নূতন ছদ্মবেশে


নূতন ছদ্মবেশে


বুকের ওদিক শূন্য থেকে যায়
স্তব্ধ আজ শব্দভেদী বান
জোছনা রাতের নীল আলোতে
কোন দুঃখেতে সুখের আলোয়ান।

তুমি বরং জোছনা নিয়ে খেলো
আমি চলি দিঘীর কিনারায়
গফুর মিঞার ছিপ নৌকা খানি   
মাঝদরিয়ায় ঐযে দেখা যায় ।

দিঘীর  'পারে সুখের হাতছানি
এপারেতো শুধু শরীরখেলা
চাঁদমাখানি রাত সোহাগী বেলায়
আমরা কেউ নই যে একেলা।
  
বুকের এদিক শূন্য থেকে যায়
নতুনের নীল ঘ্রাণের রেশে
 শব্দ সব শব হয়ে রবে
আমি চলবো নূতন ছদ্মবেশে। 

...
সিদ্ধার্থ , বেহালা, ৩ সেপ্টেম্বর, ২০১৮

 

2 comments:

  1. অসাধারণ! "এপারে তো শুধু শরীর খেলা" মানুষ মানুষীর সম্পর্কের এক গভীর আত্মবোধ !

    ReplyDelete
  2. Excellent poetry. Deep feeling that moves the heart.

    ReplyDelete

Share your love! Share your train of thoughts! I feel great to read your responses!