Saturday 24 February 2018

আনন্দ ভৈরব

দেখেছি আমি মনের কোনে
রং ফাগুনের আহ্বানে
হাওয়ায় ভাসে সানাই সুর
কতদূর, আর কতদূর
দেখা হবে এই তো আবার
হোক কলরব
আনন্দ ভৈরব।

শূণ্য মন, উথাল পাতাল
বসন্তের বর্ণে মাতাল
শুষ্ক নদে বানভাসি
অচিন সুরে বাজবে বাঁশি
জাগবে জনপদ
আনন্দ ভৈরব।

- ২৭ ফেব্রুয়ারী, ২০১৮, বেহালা

No comments:

Post a Comment

Share your love! Share your train of thoughts! I feel great to read your responses!