Wednesday 20 November 2019

গ্রাম বাংলা - সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি

ট্রেনে করে ফিরছি।  ভোরবেলা। অস্ফুট প্রভাত সূর্যের আলোয় আবার একবার চোখের সামনে ফুটে উঠল গ্রাম বাংলার অনবদ্য প্রতিচ্ছবি। 

কদিন আগেই সাইক্লোনের দাপটে উঠাল পাথাল হয়েছিল বাংলা। প্রবল ঝড়ের তাণ্ডবে এলোমেলো হয়ে গেছিল চারিপাশ। আজ আবার ঝড় সামনে বাংলার অতিপরিচিত শান্ত-সৌম্য প্রতিমূর্তি ফুটে উঠেছে।
বহুবার দেখেছি এই ধানক্ষেত, জলভরা বিন, পাখপাখালির আনাগোনা। কিন্তু চোখ কখনই ক্লান্ত হয়নি। মন চেয়েছে আবার যেন আসতে পারি আবার যেন দেখতে পারি বাংলার এই অবর্ণনীয় রূপ।

ভিডিওটা ট্রেন থেকে তোলা। আমার ট্রেনের সহযাত্রীরা এখনো গভীর নিদ্রায়। ভাবলাম এই মুহূর্তে তাকে সারা জীবনের মতো ধরে রাখ তাই এই প্রচেষ্টা। 

https://youtu.be/ooVmFN7DqSc



No comments:

Post a Comment

Share your love! Share your train of thoughts! I feel great to read your responses!