এবার যাত্রা পথ ভিন্ন। এবার নিচে নামার পালা। ফালুট থেকে গোর্কের দিকে যাবো। সিঙ্গালীলা জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে তানা উতরাই। ভারী নরম রাস্তাটি। না-ফুরানোর আনন্দে মগ্ন আমরা চলতে থাকলুম গোর্কের পথে। আজকের দিনটার শুরু হয় ফালুট টপ থেকে সূর্যোদয় দিয়ে। না - তখন আকাশ ছিল মেঘে ঢাকা। কিন্তু একটু বেলা বাড়তেই যা দেখলুম, এককথায় অবিশ্বাস্য। সনসনে ঠাণ্ডা বাতাস - নতুন ভরে - মেঘ আর কাঞ্চনজঙ্ঘার অনবদ্য যুগলবন্দী!
আমাদের আগামীকালের গন্তব্য ভারেং
এগুলিও দেখুন
১) মানে ভঞ্জন - প্রাক - প্রস্তুতি
২) মানেভঞ্জন থেকে টুংলুর দিকে - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৩) টুংলু থেকে সান্দাকফু - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৪) সান্দাকফু থেকে ফালুট - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৫) ফালুট থেকে গোর্কে - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৬) গোর্কে থেকে ভারেং - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
![]() |
| মস |
![]() |
| ফার্ন |
![]() |
| অর্ক |
![]() |
| আমি |
![]() |
| গভীরে যাও |
![]() |
| অসাধারণ ছত্রাক |
![]() |
| দূর থেকে দেখা গোর্কে |
![]() |
| ফালুট টপ থেকে - সূর্যোদয়ের অপেক্ষায় |
![]() |
| ফালুটটপ |
![]() |
| মেঘের ফাঁকে হঠাত দেখা কাঞ্চনজঙ্ঘা |
![]() |
| অর্ক |
![]() |
| এভারেস্ট - মাকালু - লোতসে |
![]() |
| ফালুট |
![]() |
| সূর্যস্নাত |
![]() |
| মেঘলোকে - মেঘ ও আলো |
![]() |
| কড়া রোদে |
![]() |
| ফার্ন |
![]() |
| ঘন জঙ্গলে |
![]() |
| এর মধ্যে দিয়েই পথ খুঁজে চলেছি গোর্কের দিকে |
এগুলিও দেখুন
১) মানে ভঞ্জন - প্রাক - প্রস্তুতি
২) মানেভঞ্জন থেকে টুংলুর দিকে - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৩) টুংলু থেকে সান্দাকফু - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৪) সান্দাকফু থেকে ফালুট - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৫) ফালুট থেকে গোর্কে - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৬) গোর্কে থেকে ভারেং - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক



















No comments:
Post a Comment
Share your love! Share your train of thoughts! I feel great to read your responses!