Friday 29 November 2019

সান্দাকফু থেকে ফালুট - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক

এই ভারতে, থুড়ি, এই বাংলার-ই কোন জায়গা যে এত সুন্দর হয়, তা সান্দাকফু থেকে ফালুটের পথে না হাঁটলে জানতাম না। সেরকম প্রাণান্তকর চড়াই নেই। খুব যে সমতল পথ তাও নয়। হাল্কা চড়াই - উতরাই। সবুজ চাদরে মোড়া পাহাড়। ঝিকমিক নীল আকাশ। বিচিত্র মেঘের অলঙ্কারে সুসজ্জিত কাঞ্চনজঙ্ঘা। এককথায় অনবদ্য।

সূর্যোদয়

ফালুটের পথে


সূর্যোদয় - সান্দাকফু থেকে দেখা

কাঞ্চনজঙ্ঘায় রঙের ছোঁয়া

ফালুটের পথে 

আশ্চর্য সৌন্দর্য

মনকাড়া ছবি

আকাশমেঘের খেলা

সেই উপত্যকা - সহজ গালিচা বিছানো পাহাড়

নীল পুকুর

রীতেশদা

মেঘের আলোয় পথচলা

মনে হবে যত দূর চলে চলতে থাকুক এই পথ

বিরাম

পাহাড়ি ঘাস - আর ওপারে নীল সমুদ্র

মন কেমন করা পথ

সান্দাকফু ট্রেকেরস হাট
আমাদের পরের দিনের গন্তব্য গোর্কে !

এগুলিও দেখুন

১) মানে ভঞ্জন - প্রাক - প্রস্তুতি
২) মানেভঞ্জন থেকে টুংলুর দিকে - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৩) টুংলু থেকে সান্দাকফু - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৪) সান্দাকফু থেকে ফালুট - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৫) ফালুট থেকে গোর্কে - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৬) গোর্কে থেকে ভারেং - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক


No comments:

Post a Comment

Share your love! Share your train of thoughts! I feel great to read your responses!