Friday 29 November 2019

মানে ভঞ্জন থেকে টুংলুর দিকে - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক


সকাল সকাল যাত্রা শুরু হল মানে ভঞ্জন থেকে, জঙ্গলের মধ্যে দিয়ে পথ। পথ বললে ভুল হয়। ঘন পাইনের গুড়ি - ডাল - শাখা-প্রশাখার ফাঁক দিয়ে পিছলে বেড়িয়ে যাওয়া। পায়ের তলার মাটি স্যাঁতস্যাঁতে। জোঁকের ঘনঘটা। একবার ধরে আর রেহাই নেই। অন্তত এক-দু ঘণ্টার জন্য রক্ত বেরতেই থাকবে। 

পথের মধ্যে ট্রেকারস হাটে ব্রেকফাস্ট ও লাঞ্চ করে নিলুম। টুংলু তে পৌছতে - পৌছতে প্রায় দুপুর ঢলে বিকেল। 
জঙ্গলের পথে

শুভ


নীরব সৌন্দর্য

বিরতি

ঘন মেঘের আচ্ছাদনে

মোনাস্টারী

টুংলুর কাছে

সেলফি

টুবাই - এর সঙ্গে টুংলু ফরেস্ট বাংলো

দূরে কথাও - বহুদূরে

টুংলু বাংলোয় দেখা অজানা ফল

টুংলু বাংলো
সকালে এখানে-ই দেখব সূর্যের আলোয় মাউন্ট কাঞ্চনজঙ্ঘা! আমাদের আগামীকালের যাত্রার লক্ষ সান্দাকফু!

এগুলিও দেখুন

১) মানে ভঞ্জন - প্রাক - প্রস্তুতি
২) মানেভঞ্জন থেকে টুংলুর দিকে - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৩) টুংলু থেকে সান্দাকফু - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৪) সান্দাকফু থেকে ফালুট - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৫) ফালুট থেকে গোর্কে - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক
৬) গোর্কে থেকে ভারেং - সান্দাকফু ফালুট গোর্কে ভারেং ট্রেক



No comments:

Post a Comment

Share your love! Share your train of thoughts! I feel great to read your responses!