Saturday 18 January 2020

বিজ্ঞান অন্বেষা - বিজ্ঞান মেলা ২০১৯ - ২০২০ - এমন আজব মেলা যা দেখলে চমকে যেতে হয় - [Sciece Fair 2019 - 2020 - A fair - Bound to Compel Your Wonder]

সাড়ম্বরে অনুষ্ঠিত হল বিজ্ঞান অন্বেষা - বিজ্ঞান মেলা ২০১৯ - ২০২০! বিগত ২০১৯-এর শেষদিন ও ইংরাজী নববর্ষের প্রথম দিন, অর্থাৎ ৩১/১২/২০১৯ ও ১/১/২০২০ - এই দুই দিন সন্তোষপুরে আয়োজিত হল বিজ্ঞান মেলা। আয়োজক - সন্তোষপুর প্রফেসার সত্যেন্দ্রনাথ বসু সাইন্স সার্কেল। মেলার কর্মসুচি তাক লাগিয়ে দেবার মত। এই মেলায় ছিল বিজ্ঞান মডেল প্রদর্শনী, ভেষজ গাছপালা, তারামণ্ডলের ও সম্পুর্ন বিনামূল্যে শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষার সুযোগ। এছাড়াও চমকে দেবার মতো অনুষ্ঠান - ভুতেদের আজব কাণ্ডকারখানা ও প্লানচেট। 

মেলার একটি ভিডিও করেছিলুম, আশাকরি ভাল লাগবে।





ভিডিও টি কেমন লাগল জানাবেন। আর YOUTUBE - এ লাল SUBSCRIBE বোতামটি TAB করে আমার চ্যানেলে SUBSCRIBE করতে আর BELL ICON PRESS করতে ভুলবেন না!

ভাল থাকবেন, নতুন বছর শুভ হোক! 

[ Happy new year! Wish you all a belated Happy New Year! Like previous years, we, the members of Santoshpur Prof. Satyendranath Bose Science Circle welcomes the New Year in our unique style. We organised Science Fair 2019 - 2020. A fair that is totally different from any traditional fair. In this fair, science models and exhibits are demonstrated. There is the prestigious Winner Award for Science Model which includes Cash Reward of Rs. 6000/-. There were contests on Quiz, Drawings, Cooking - for Women Engagement & Women Empowerment, and Dance. Plus, there were Science Shows, and anti-superstition programs like Ghosts and Planchets. Overall, kudos to the organisers for innovative concept and ensuring massive involvement of local people mostly lacking formal education and belonging to under privileged class. 

A total of 300+ competitors were awarded on stage to keep them motivating for good works. Please watch my YouTube Video and SUBSCRIBE to my YOUTUBE Channel and SHARE this story to help us work together for a better tomorrow.]

No comments:

Post a Comment

Share your love! Share your train of thoughts! I feel great to read your responses!