Saturday 21 September 2019

কোথায় আছিস?


কোথায় আছিস সুখপাখী তুই পলকা হাওয়া,
মাঝদুপুরে উজান মনে  কিসের ছায়া।
বেশ তো ছিল ভাতঘুমে দুপুর গড়া
সাঁঝবেলাতে সুর চড়িয়ে নামতা পড়া।

কবে যেন দিন ঘুরে পেরোয় বছর
ছোটবেলার খেলনা স্মৃতি বড়ই মেদুর
এখন আমার বলা কথা অনেক দামী
আমার থেকেই হারিয়ে গেছে 'সেই আমি'
জানালা থেকে একটুকরো আকাশ



  

No comments:

Post a Comment

Share your love! Share your train of thoughts! I feel great to read your responses!