Sunday, 5 August 2018

MySQL [Solved] Start / Stop MySQL Server from Command Line MacOS High Sierra


Start MySQL on Mac OS High Sierra

1. To start MySQL from Command Line:

Ss-MacBook-Air:~ sid$ sudo launchctl load -F /Library/LaunchDaemons/com.oracle.oss.mysql.mysqld.plist


2. To stop MySQL from Command Line:

Ss-MacBook-Air:~ sid$ sudo launchctl unload -F /Library/LaunchDaemons/com.oracle.oss.mysql.mysqld.plist

3. Find MySQL Version

Ss-MacBook-Air:~ sid$ /usr/local/mysql/bin/mysql -v -u root -p


Friday, 3 August 2018

Laravel :: [Solved] No application encryption key has been specified.

Problem: No application encryption key has been specified.

How to solve:

Fire the following commands in your TERMINAL
  1. Go to your laravel installation directory. For me it is:- cd ~/Sites/laravel-blog
  2.  Fire the command : php artisan key:generate

Reply from terminal:-

Application key [base64:444kffjfjjjjjjj jasjdjfjjj ....] set successfully.

Learning Laravel [FAQ]

One of the most famous PHP Framework of this era, how can I turn my face away from Laravel even though WP covers the majority of the days. Well this is exactly not a how-tos tutorial, rather, a much needed compilation of different laravel tricks and tricks that worked for me during development phases of a new application. Hope it helps someone struggling for authoritative solutions. Pardon me, if it sounds confusing. Stay blessed.

Question: How to know laravel version?
  1. Open your TERMINAL
  2. Go to laravel installation directory. For me, I fired cd ~/Sites/laravel-blog
  3. Now fire the command php artisan --version
Reply: Laravel Framework 5.6.29

  1. PHP Framework
  2. Requires PHP Version 7.2 (It worked for me. Version 7.1 had error.)

Laravel after first install
Soothing Laravel after first install

Tutorials for Laravel Framework 5.6.29






Wednesday, 7 March 2018

শেষ বার্তা - Last Message

শেষ বার্তা

ম্যাসেজগুলি ডিলিট করিস
মনে কিছু করিস না।
অনেকটা পথ চলতে হবে
বাধা শতেক, থামিস না।

দূরের মানুষ কাছে আসে
ভালবাসার আলিঙ্গনে
কাছের মানুষ পর হয়ে যায়
মুহূর্তের অসাবধানে।

থাকবে না কেউ চিরতরে
বিধির বিধান এমনি
তবু তো পথ চলতে হবে
থামতে যে শিখিনি।

ফেসবুক ট্যুইটারে
উঠুক আবার তূফান ঝড়
ম্যাসেজগুলি ডিলিট করে
নতুন করে শুরু কর।

বিকাল ৩:২২ , ক্যামাক স্ট্রীট

Sunday, 4 March 2018

বড় আপন করে চেয়েছিলাম তোকে

বড় আপন করে চেয়েছিলাম তোকে
ঘুম চোখে ভেবেছি তোর কথা
সাতসকালেই করেছি যে ফোন
দিতে নতুন দিনের বার্তা।

সকাল সকাল খুশি খুশি রব
দেখা হবে শেষ বিকেল বেলায়
কী যে এত পড়ল এসে কাজ
বিকেল শেষে সন্ধ্যা নেমে যায়।

রাত হতেই আবার প্রহর গোনা
আবার ওঠে মনের কোণে ঝড়
বড়ই আপন ভেবেছিলাম তোকে
ভাবিনি তুই ছিলি এত পর।

বড় আপন চোখে দেখেছিলাম তোকে
বুঝিনি যে করছি মহাভূল
আজ যখন জলভাসি চোখ
বুঝেছি আমার ডুবছে দুইকূল।

বড় আপন করে চেয়েছিলাম তোকে
হতেই পারে, সবই অবান্তর
আজও তবু এই বিশ্বাস রাখি
বুঝবি যেদিন, থাকবি নাকো পর।

৪ মার্চ, 2০১৮, বেহালা

Saturday, 3 March 2018

আর কিছু নেই আমার দেবার মত

আর কিছু নেই আমার দেবার মত
যা ছিল সব দিয়েছি অবিরত
গানের খাতা, ইচ্ছাগুলি, সবুজ স্মৃতি
সব দিয়েছি, না নিয়ে ক্ষণ বিরতি।

তবু যখন ছাড়িয়ে নিলে হাতদুখানি
ফুরিয়ে যে যায় এই জীবনের শেষ পারানি
মুক্তি দাও হে, এবার আমি মুক্তি চাই
নতূন কোন ক্যানভাসে রং ছড়াই।

৩ মার্চ, ২০০৮, বেহালা

Thursday, 1 March 2018

Happy Holi



The first day of March, 2018 eventually turns out to be very special for me. I played HOLI with my Santoshpur Group. The big episode started at around 11:00 am, and as we scoured down the rather unusually marooned roads, we would colorise anyone on our way - known, half known or unknown.
Some of the groups voluntarily succumbed to our Color India mission for the day, a few pretended to object against our motion for the day. But each incident of colouring and counter-colouring eventually produces magnificent memories!

Few glimpses:


Happy Holi 2018

Happy Holi 2018



And no need to mention that the master-player of this big event is Saheb! Happy Holi!