Tuesday 11 October 2016

যখন জেগে থাকে চাঁদ


যখন জেগে থাকে চাঁদ
স্তব্ধ রাতে
অচিন পথের শেষে

নিভৃতে কে
কার কথা বলে
কোন সে ছদ্মবেশে

তারার আলোয়
মূর্ছনা যায়
জোছনা করেছে আড়ি

জাগহে পথিক
চেয়ে দেখ দ্বার
খুব যে নেইকো দেরী

সারিসারি শব
শরশয্যায়
জীবন বিপর্যস্ত

কার সে চোখের
লাজুক নেশায়
সমভ্রম আজ ত্রস্ত

কে কোথায় আছ
ক্ষমা কর মোরে
জীবন করিনি দান

ফিরে এসো,
একবার ফিরে এসো
ভুলে সব অভিমান

No comments:

Post a Comment

Share your love! Share your train of thoughts! I feel great to read your responses!